Market
করোনার সঙ্গে যুদ্ধ করতে এবার আসরে আম্বানি। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি নিলেন এক বড়সড় পদক্ষেপ। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
সংস্থার কর্মীদের উদ্দ্যেশ্যে জানানো হয়েছে, টিকা শুধু কর্মীদের নয়। দেওয়া হবে কর্মীর পরিবারের সকল সদস্যদের। করোনা যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তাতে আক্রান্তের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী থাকবেই। ফলে, সকলকে সতর্ক করার পাশাপাশি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ করোনার সঙ্গে লড়াই করার জন্য।
শুধু নিজেদের কর্মী নয়, মহারাষ্ট্রকেও সাহায্য করতে এগিয়ে এসেছে রিলায়েন্স। জানা গিয়েছে, একদিকে যখন গোটা মহারাষ্ট্র জুড়ে অক্সিজেনের হাহাকার দেখা গেছে তখন মহারাষ্ট্রকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিল আম্বানি সংস্থা। ১০০ টন অক্সিজেন সরবরাহ করা হবে রিলায়েন্সের পক্ষ থেকে। আম্বানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংস্থার কর্মী সহ সকলেই।
ব্যুরো রিপোর্ট