Market

অতিমারির ধাক্কায় যখন দেশের অর্থনীতি কার্যত বেহাল হয়ে পড়েছিল তখনো চাঙ্গা থেকেছে রিলায়েন্স গ্রুপ। করোনা আবহেও একের পর এক ক্ষেত্রে নিজেদের ভিত মজবুত করে চলেছে। অপ্রচলিত শক্তিক্ষেত্রেও রিলায়েন্স দাপিয়ে কাজ করবার জন্য তৈরি করেছে এক সুনির্দিষ্ট ব্লু প্রিন্ট। এবার আরও একটি চমক দিতে চলেছে রিলায়েন্স গ্রুপ। সূত্রের খবর, আমেরিকার নিউ ইয়র্কের অভিজাত হোটেল ম্যান্ডারিন আসতে চলেছে রিলায়েন্সের হাতে।
২০০৩ সালে এই হোটেলের পথচলা শুরু। তারপর ক্রমশ এই হোটেল গোটা আমেরিকার বুকে প্রথম সারির তকমা কুড়িয়ে নিয়েছে। এবার সেই হোটেলের অধিকাংশ শেয়ার কিনে নিতে চলেছে মুকেশ অম্বানির সংস্থা। জানা গিয়েছে ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭ শতাংশ মালিকানা নিজেদের দখলে রাখার তোড়জোড় করছে রিলায়েন্স। তার জন্য সংস্থা খরচ করবে ৯.৮২ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩০ কোটি টাকা। বাকি শেয়ার থাকছে অন্যান্য লগ্নিকারিদের হাতে। তবে রিলায়েন্স গ্রুপ জানিয়েছে, লগ্নিকারিরা চাইলে সেই শেয়ারগুলিও কিনে নিতে প্রস্তুত আছে রিলায়েন্স।
ব্যুরো রিপোর্ট