Trending
লকডাউনের কারণে গৃহবন্দি হয়েছিলেন মানুষ। এবারেও বিক্ষিপ্ত লকডাউনের প্রভাব পড়েছে দেশের প্রায় সবকটি রাজ্যে। আবারও চার দেয়ালের মধ্যে রাখতে হয়েছে নিজেদের। আর সময় কাটানোর জন্য মানুষের পছন্দে উঠে এসেছে একের পর এক গেম। গত বছর লকডাউনে ভারত গেম ডাউনলোডে শীর্ষে ছিল। আর সেই সমীক্ষাকেই পাখির চোখ করে এই বছর গেমিং ওয়ার্ল্ডে আত্মপ্রকাশ করতে চলেছে দেশের প্রথম সারির টেলিকম সংস্থা জিও।
জানা গিয়েছে, গেমিং পরিষেবা দিতে মুকেশ আম্বানির এই সংস্থা বেশ উঠেপড়ে লেগেছে। তার জন্য ইতিমধ্যেই কথা চলছে জাপানিজ গেম সংস্থা সেগার সঙ্গে। সেগার দুই জনপ্রিয় গেম ‘সোনিক দ্য হেজহগ টু’ এবং ‘স্ট্রিটস অফ রেজ ৩’ ইওরোপ সহ মার্কিন মুলুকে বেশ পরিচিত। আশা করা হচ্ছে, জিও-র হাত ধরে ভারতেও এই গেমদুটি বেশ জনপ্রিয়তা পাবে।
জানা গিয়েছে, জিও গেম স্টোরে এই গেমদুটি খুঁজে পাবেন গেম প্রেমীরা। সঙ্গে যুক্ত করা হচ্ছে হিন্দি এবং তামিল ভাষাও। এই গেমদুটি যার ফলে দারুণভাবে উপভোগ করতে পারবেন জিও গ্রাহকরা।
গত বছর ভরা লকডাউনে ভারতে গেম ইনস্টল হয় ৭.৩ বিলিয়ন এবং ডাউনলোড করা হয়েছিল ১৭.২ শতাংশ। স্বাভাবিকভাবেই এত বিপুল পরিমাণ গেমের প্রতি আসক্তিকে কাজে লাগিয়েই এবার গেমিং দুনিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে উদ্যোগী হল মুকেশ আম্বানির জিও।
ব্যুরো রিপোর্ট