Daily

এলআইসি-র বন্ধ হয়ে যাওয়া স্কীমকে ফের চাঙ্গা করুন, বাম্পার সুযোগ রইলো আপনার সামনে। এলআইসি-র বন্ধ হয়ে যাওয়া পলিসিকে ফের চালু করার অপশন দিচ্ছে কোম্পানি। শুরু হয়েছে এলআইসি-র রিলায়েবেল ক্যাম্পেন।
এলআইসি-র রিলায়েবেল ক্যাম্পেন চলবে ২৩ অগাস্ট ২০২১, ২২ অক্টোবর ২০২১ অবধি। কোম্পানির তরফ থেকে একটি বিবৃতি মারফত জানানো হয়েছে, স্পেসিফিক এলিজিবল প্ল্যান পলিসিগুলির কিছু নিয়ম দেখা হবে। ফলে কিছু নিয়ম ও শর্তের সঙ্গে প্রথমে না দেওয়া প্রিমিয়ামের পাঁচ বছরের মধ্যে পলিসি রিনিউ করা যাবে। এরমধ্যে অপশন থাকছে পলিসি রিভাইভ করার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পলিসি প্রিমিয়াম পেয়িং টার্মের মধ্যে শেষ হয়ে গেলেও যদি পলিসির সময় শেষ না হয়, তাহলে এই ক্যাম্পেনে পলিসি ফের চাঙ্গা করে তোলা যাবে। ছাড় দেয়া হবে লেট ফি-তেও। ১ লক্ষ টাকা অবধি মোট প্রাপ্য প্রিমিয়ামের জন্য লেট ফি-তে ২০% ছাড় দেওয়া হবে।
ব্যুরো রিপোর্ট