Market
খুশির খবর খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য। ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের আওতায় আসতে চলেছে খুচরো এবং পাইকারি ব্যবসা। যার দরুন উপকৃত হবেন প্রায় ২.৫ কোটি ব্যবসায়ী। খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সম্প্রতি এমনটাই জানালেন ক্ষুদ্র শিল্পমন্ত্রী নিতিন গডকড়ী।
খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের শিল্পমহলে এক আসনে বসানোর জন্য ব্যবসায়ীদের থেকে শোনা গেছে আশার বার্তা। তাঁরা মনে করছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য ব্যবসায়ীরা অনেকটা সহজে ঋণ পাবেন কম সুদে। আর যেহেতু জিডিপির ৪৫% আসে এই খুচরো ব্যবসা থেকেই তার ফলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসার চাকা অনেকটাই মসৃণ গতিতে এগিয়ে যাবে। ফলে অতিমারির দ্বিতীয় ঢেউ আসার পর যে ক্ষত তৈরি হয়েছিল তাতে একপ্রস্থ মলম পড়বে বলেও মনে করছে ব্যবসায়ীমহল।
যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নয় ছোট ছোট শিল্পমহলগুলি। তাঁদের বক্তব্য ব্যবসার সঙ্গে শিল্পকে একই আসনে বসিয়ে দেওয়া ঠিক নয়। এতে শিল্পের প্রয়োজনীয়তা অনেকসময় কমে গেলেও যেতে পারে। তাই ব্যবসায়ী মহলে সমস্যা তৈরি হলে তার সুরাহা কেন্দ্রকে আলাদাভাবেই করতে হবে। এই সিদ্ধান্তের কারণে ধাক্কা খেতে পারে ছোট এবং মাঝারি শিল্পসংস্থাগুলি।
ব্যুরো রিপোর্ট