Market
ভারতীয় অর্থনীতিতে সবথেকে বড় সুখবর নিয়ে আসলো সাম্প্রতিক গবেষণা। গবেষণায় ধরা পড়ল ভারতে আবারও একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে রিটেল বাজার।
গবেষণা সংস্থার নিয়েলসেন কোম্পানি তাদের সাম্প্রতিক রিপোর্টে বলেছে, ভারতে রিটেল বাজারে গ্রোথ আসবে ৭.৩ শতাংশ। উৎসব ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই কোয়ার্টারে ভারতের রিটেল বাজারে দেখা যাবে বৃদ্ধির ছোঁয়া।
গত বছরের তুলনায় এ বছরে কোন জাদু কাঠিতে ফিরে আসছে রিটেল বাজারে প্রাণের স্পন্দন? গবেষণা সংস্থা নিয়েলসন দেশের বিভিন্ন রিটেল কোম্পানি ও বাজারগুলিতে এমনকি রিটেল চেনগুলির মধ্যে গবেষণা চালিয়ে তুলে নিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
প্রথম লকডাউনের পর উৎসব মরশুমে মানুষ এতোটাই ভীত ছিল যে, তারা কিছুতেই সংক্রমনের ভয়ে বাজার মুখ হতে চাননি। এর উপর ছিল লকডাউনের কড়াকড়ি। সর্বোপরি বহু মানুষের কাজ চলে গিয়েছিল এই সময়। রাতারাতি সংকুচিত হয়েছিল দেশের জিডিপি। তাই উৎসব মরশুমে মুখ থুবড়ে পড়েছিল ভারতের রিটেল কেন্দ্রিক অর্থনীতি।
কিন্তু এবছর পরিস্থিতি অনেকটাই অন্যরকম। দেশে সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কলকারখানা অফিস চত্বরে আবারও লক্ষ্য করা যাচ্ছে কর্মীদের উপস্থিতি। ভ্যাকসিনেশনের হারও যথেষ্ট ভালো। নেই লকডাউনে অতীতের কড়াকড়ি। সব মিলিয়ে মোটামুটি ভাবে অনুকূল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে দেশের রিটেল অর্থনীতিতে।
অক্টোবর থেকে ডিসেম্বর। এই ত্রৈমাসিককে ধরা হয় উৎসব কোয়ার্টার বলে। এখানেই আশার আলো দেখছেন অন্তত এবার গবেষণা সংস্থা নিয়েলসন।
এত বড় দেশের বাজার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রিটেল সেক্টর। সেই রিটেল ক্ষেত্র যে ঝিমুনি কাটিয়ে আবারো ফিরে আসছে স্বমহিমায় সেই ছবি ধরা পরল সাম্প্রতিক গবেষণায়।
ব্যুরো রিপোর্ট