Daily

করোনার ছায়া কাটিয়ে বেশ খানিকটা ছন্দে ফিরছে ভারতীয় অর্থনীতি। তবে এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ওমিক্রন। তবে এরই মধ্যে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে বেশ কিছুটা আশার আলো ধরে রেখেছে খুচরো ব্যবসা।
উৎসবের মরশুম চলায় বেশ খানিকটা লাভের মুখ দেখেছিল খুচরো ব্যবসা। গত বছর পুজোর মরশুমেও খুব একটা ব্যবসা করতে পারেনি খুচরো ব্যবসায়ীরা। কিন্তু এই বছর ব্যবসার উন্নতি কিছুটা আস্থা রেখেছে ব্যবসায়ীমহলে। তাই ওমিক্রন আতঙ্কে রাতারাতি লকডাউন ডাকা না হলে শীঘ্রই পুরনো ছন্দে ফিরবে খুচরো ব্যবসা। আর এইবছরের খুচরো বাজারের এই পারফরম্যান্সে বেশ আশাবাদী খুচরো বিক্রেতা সংগঠন। তারা বলছে, দেশের অন্যান্য প্রান্তের তুলনায় পূর্ব ভারত তথা কলকাতার অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল।
গত শুক্রবার কলকাতায় আয়োজন করা হয়েছিল রিটেল সামিটের। সেখানে বলা হয়, গত বছর অক্টোবরের তুলনায় এবছর ১৪% বেশি ব্যবসা করেছেন খুচরো ব্যবসায়ীরা। কলকাতা সহ পূর্ব ভারতে বিক্রিবাট্টা বেড়েছে ১৩%। আর চলতি অর্থবর্ষেও কলকাতার এই শ্রীবৃদ্ধি অব্যাহত থাকবে বলেই আশাবাদী খুচরো ব্যবসায়ী সংগঠন।
ব্যুরো রিপোর্ট