Market

ফের ধীরে ধীরে গড়ে উঠছে করোনা অতিমারিতে ভেঙে যাওয়া খুচরো ব্যবসার ভিত। উপরন্তু কোভিড পিরিয়ডের আগের চাইতে, বর্তমানে ব্যবসায়ের মান আরও উন্নত হয়েছে বলে জানিয়েছে খুচরো ব্যবসায়ীদের সংগঠন রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। এমন সময় দাঁড়িয়ে খুচরো ব্যবসা থেকে শুরু করে ভোগ্যপণ্য-সহ সার্বিক ব্যবসায়ী মহল আশায় রয়েছেন যাতে, উৎসবের মরসুমের পরেও যেন তাঁদের ব্যবসা এমনই স্থিতিশীল অবস্থায় থাকে।
এরইমধ্যে RAI এর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, চলতি বছরে সেপ্টেম্বরে খুচরো ব্যবসা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২১% বেড়েছে। যেখানে দক্ষিন ভারত এবং পূর্ব ভারতে এই বৃদ্ধির হার ছিল যথাক্রমে, ২৩ শতাংশ ও ১৭ শতাংশ। এই ক্ষেত্রে অবশ্য খাবার ও মুদি পণ্যের ব্যবসার পরিসংখ্যান সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী। যদিও গয়না ও প্রসাধনীর ব্যবসার ক্ষেত্রে সেরকম পার্থক্য চোখে পড়েনি। বিশেষজ্ঞরা এই বিষয়ে মনে করছেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারণে মানুষ আবার আগের মতো সামাজিকভাবে একত্রিত হয়ে নিজেদের উৎসব পালন করছে। যার ফলস্বরূপ ফের বাড়ছে বিভিন্ন জিনিসের চাহিদা।
আয় বেশি হলে মানুষের চাহিদা বাড়ার বিষয়টি খুবই স্বাভাবিক। আর বাজারে এই চাহিদা বাড়ানোর জন্যই হয়ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও ৪% মহার্ঘ ভাতা সহ রেল কর্মীদের একাংশকে উত্পাদন ভিত্তিক ৭৮ দিনের বোনাস দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, বাজারে বিক্রি বাড়ানোর ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দুটি সিদ্ধান্ত। সিইএএমএ-র প্রেসিডেন্ট এরিক ব্র্যাগেনজ়া এই বিষয়ে জানান, সঠিক পরিকল্পনা মাফিক সব কিছু হলে উৎসবের মরসুমের শেষে গিয়ে ২৫-৩০ শতাংশের গণ্ডিও ছুঁতে পারে ব্যবসা বৃদ্ধির হার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ