Market

খুচরো ব্যবসায় আবারও ঘোর অমাবস্যা। গত বছরের মত এই বছরও করোনার দ্বিতীয় ঢেউ ধাক্কা দিয়েছে ব্যবসার গতিতে। আর তাই পরিত্রাণ পেতে সরকারি সাহায্যের আর্জি জানাল খুচরো ব্যবসায়ীদের সংগঠন রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা আরএআই।
সংগঠনের দাবি, রাজ্য জুড়ে লকডাউন এবং বিধিনিষেধের জেরে মে মাসে তাদের ব্যবসা আগের তুলনায় কমে গেছে ৭৯%। এই অবস্থায় বাড়ি ভাড়া, বিদ্যুৎ খরচ থেকে বেতন সবকিছুর জোগান দিতে কার্যত হাঁসফাঁস অবস্থা ব্যবসায়ীদের। এছাড়া রয়েছে বিভিন্ন কর, লাইসেন্সের খরচ। ফলে ব্যবসার যা হাল তাতে সবমিলিয়ে কার্যত মাথায় হাত ব্যবসায়ীদের।
দ্বিতীয় ঢেউতে বিক্রি কমতে শুরু করে এপ্রিল মাস থেকেই। বিধিনিষেধের কড়াকড়ি বাড়তে থাকায় সেই ব্যবসার গতি আরও কমে আসে। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে পশ্চিম ভারত এবং উত্তর ভারতে। সেখানে ব্যবসা কমেছে প্রায় ৮৩%। পূর্ব এবং দক্ষিণ ভারতে যথাক্রমে ৭৫% এবং ৭৩%। তাই, খুচরো ব্যবসার আকাশে এখন মেঘ জমেছে। যা একমাত্র সরকারই কাটিয়ে দিতে পারে বলে মনে করছে সংগঠন।
ব্যুরো রিপোর্ট