Daily
রাজ্যে আরও কিছুদিন বেড়ে গেল বিধি নিষেধের মেয়াদ। জারি থাকবে আগামী ১ জুলাই পর্যন্ত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নবান্ন থেকে। কিছু বিষয় শিথিল করা হলেও আগেরমত কড়া থাকছে বিধিনিষেধ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কী থাকছে খোলা আর কী থাকছে বন্ধ।
সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান, বাজার, হাট।
সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে অন্যান্য দোকান।
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি দফতর। সেখানে ২৫% কর্মী নিয়ে কাজ চলতে পারে।
ব্যাঙ্ক খোলা থাকবে পুরনো সময়সূচি মেনে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল। তবে প্রবেশাধিকারে অনুমতি পাওয়া যাবে ৩০ শতাংশের।
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, হোটেল, বার। প্রবেশাধিকারে অনুমতি পাওয়া যাবে ৫০ শতাংশের।
টিকাকরণ হয়ে গেলে প্রমাণপত্র নিয়ে তবেই প্রাতঃভ্রমণের জন্য ঢোকা সম্ভব হবে পার্কে।
স্টেডিয়ামে খোলা রাখা যাবে। তবে স্টেডিয়াম হতে হবে দর্শকশূন্য।
৫০ জন শিল্পী নিয়ে চলতে পারে শুটিং ইউনিট।
বন্ধ রাখা হচ্ছে সিনেমা হল, জিম এবং স্পা
বন্ধ থাকছে বাস, মেট্রো, লোকাল ট্রেনের মত গণ পরিবহন
তবে চিকিৎসার প্রয়োজনে অটো এবং ট্যাক্সি চলাচলে ছাড় মিলবে
রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল বন্ধ।
রাজ্যে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল রাখার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। বাংলায় করোনার গ্রাফ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। যদিও দৈনিক সংক্রমণ এখনও ঘোরাফেরা করছে ৪ হাজারের আশেপাশে। তাই আরও কিছুদিন বিধিনিষেধ জারি রাখার দিকে হাঁটল রাজ্য সরকার।
ব্যুরো রিপোর্ট