Daily

গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে এবার একগুচ্ছ নিয়ম জারি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডিজিটাল ব্যবস্থায় ঋণ পরিষেবা নিয়ে বহু দিন ধরেই উদ্বেগ প্রকাশ করছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক। এসবের মূল উদ্দেশ্য হল ঋণ সংক্রান্ত যাবতীয় প্রতারণা প্রতিরোধ করা।
বর্তমানে ব্যাঙ্ক ও এনবিএফসি এর অধীনে থাকা বিভিন্ন সংস্থার সাথে গাঁটছড়া বেঁধে এবং অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি সংস্থা পা রাখছে ঋণের ব্যবসায়। এমন অবস্থায় গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় ও অতিরিক্ত হারে সুদ যাতে না নেওয়া হয় এসব বিষয়ে নজর রাখতে ২০২১ সালের জানুয়ারিতে একটি কার্যকরী কমিটি তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক। এবং তাদের সুপারিশ মেনেই বুধবার শীর্ষ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করল।
বকেয়া আদায়ে অর্থনৈতিক পদক্ষেপ , ক্ষমতা যাচাই না করেই ঋণ দিয়ে দেওয়া ও গোপণীয়তা রক্ষায় শিথিলতার মতন অনেক ঝুঁকি আছে এই ডিজিটাল ঋণে। যে কারণে তারা জানিয়েছে, রিজ়ার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রিত বা আইন অনুসারে অনুমোদন পেলে তবেই সংস্থা ঋণ দেওয়ার ব্যবসা চালাতে পারবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ