Daily

ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গবেষকদের ফি বৃদ্ধি নিয়ে অবস্থান বিক্ষোভের মুখে উত্তাল হলো বিশ্বভারতী। অভিযোগের তীর এবার আরও একবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দিকে। যদিও পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
গবেষকদের ফি প্রায় ১০ গুন বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। এর প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তাদের অভিযোগ করোনা কালে অত্যধিক ফি দেয়া সম্ভব নয় তাদের। প্রসঙ্গত, পড়ুয়াদের ফি যেখানে এতদিন ছিল ১৫০ টাকা, সেখানে এই বছর এক লাফে তা বেড়ে হয়ে ১৪০০ টাকা। হাতে পোস্টার, ব্যানার নিয়ে তাঁরা কেন্দ্রীয় অফিসের একটি গেটের বাইরের রাস্তায় ধরনা শুরু করেন।
বিশ্বভারতীর ছাত্রনেতা সোমনাথ সাউ-’র দাবি,”এভাবে করোনার সময়ে গবেষক পড়ুয়াদের ফিজ বাড়ানো হচ্ছে। আগের বছরও ফি বৃদ্ধি হয়েছিল। এই ফি না কমালে ছাত্রদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।” বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অনির্বাণ সরকার যদিও এবিষয়টি এড়িয়ে গেছেন।
ফি না কমালে অবস্থান বিক্ষোভ জারি থাকবে পড়ুয়াদের বলে জানিয়েছেন তারা। আরও একবার বিশ্বভারতীর উত্তাল হওয়া নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু ফি বৃদ্ধিই নয়, গত বছর থেকে একাধিক বিষয়ে সংবাদের শিরোনামে থেকে রাজ্যের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়।
ব্যুরো রিপোর্ট