Daily

বি পি এন ডেস্কঃ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের মালিয়াড়া থেকে বড়শাল গ্রাম যাবার পথে পাথর খাদান এলাকায় একটি ময়াল সাপ উদ্ধারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । স্থানীয় সুত্রে জানতে পারা যায় ,রবিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি ঝোপে আগুন লেগে যায় এবং তখন ময়াল সাপটি লোকালয়ে চলে আসে । স্থানীয় বাসিন্দারা সকালে জমিতে কাজ করতে গেলে প্রথমে তাদের নজরে আসে । এই খবর ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের আধিকারিকরা এবং তারা ময়ালটিকে উদ্ধার করে পরে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় বড়জোড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।
বাঁকুড়াথেকেআব্দুলহাইররিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ