Trending

একদিকে যখন দেশে করোনা আবহে গাড়ি বাজারে দেখা দিয়েছে ব্যপক অনিশ্চয়তা, তখন বিদেশে গাড়ি রফতানি করে নজির তৈরি করল রেনো ইন্ডিয়া। বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি রফতানিতে এই রেকর্ড তৈরি করেছে গাড়ি সংস্থাটি। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারের দিকে তাকিয়ে নতুন বছরেই ১ লক্ষ গাড়ি রফতানি করেছে তারা।
মূলত এশিয়া প্যাসিফিক, দক্ষিণ এবং পূর্ব আফ্রিকা, ভারত মহাসাগরীয় বিভিন্ন দেশগুলিতে রেনো গাড়ি রফতানি করে গাড়ি শিল্পে কিছুটা অক্সিজেন জুগিয়েছে। রেনো তাদের তৈরি যে গাড়িগুলি বিদেশের মাটিতে পাঠিয়েছে তার ম্যানুফ্যাকচারিং থেকে ডিজাইন সবই হয়েছে দেশে। যা মেক ইন ইন্ডিয়াকে কার্যত তুলে ধরেছে সাফল্যের সঙ্গে। দেশীয় বাজারে রেনো ইন্ডিয়া দাপটের সঙ্গে ব্যবসা করার পর বিদেশে রফতানি করার লক্ষ্যমাত্রা নেয় তারা। সংস্থা তার ডাস্টার এসইউভি গাড়িটি প্রথম বিদেশের বাজারে রফতানি করা শুরু করে। তারপর ক্যুইড, ট্রাইবার এমপিভির মত একাধিক মডেল সংস্থা রফতানি করে বিদেশে। চেন্নাইয়ের কাছে ওরগড়মে রেনো গাড়ি ম্যানুফ্যাকচারিং করে পথ চলা শুরু করে ২০১০ সালে। ক্রমশই দেশীয় বাজারে জনপ্রিয়তা অর্জন করে ফেলে গাড়িটি। অতিমারির সময়ে যখন দেশের গাড়ি শিল্প কার্যত ধুঁকছে তখনো নিজেদের চাহিদা বহাল তবিয়তে বজায় রেখে এই রেকর্ড পরিমাণ রফতানি করে এক নজির তৈরি করল রেনো। বিশেষজ্ঞমহলের দাবি, নিঃসন্দেহে এত বিপুল পরিমাণ রফতানি করে গাড়ি বাজারে অক্সিজেন জোগাল রেনো ইন্ডিয়া।
ব্যুরো রিপোর্ট