Market

শুক্রবার বণিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সভায় আরবিআই ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর জানান যে, বিশ্বের যে দেশগুলোতে বেশি সংখ্যক ভারতীয় রয়েছে সেই দেশগুলোর সঙ্গে রেমিটেন্স খরচ কমানোর ব্যাপারে আলোচনা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
বিশ্বব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে এক দেশ থেকে দেওয়া অন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে গড় খরচ প্রায় মোট জা লেনদেন হয় তার ৬.২%। এই প্রসঙ্গে টি রবি শঙ্কর আরও জানান যে ইন্টারনেট ডেটা যখন এখন সস্তায় পাওয়া যাচ্ছে তখন এক দেশ থেকে অন্য দেশে টাকা ট্রান্সফারের জন্য এতটা পরিমাণ খরচ যুক্তিযুক্ত নয়। তিনি বিশ্বাস করেন যে এই দেশে যে উন্নত টেকনোলজি রয়েছে তা যদি ব্যবহার করা হয় তাহলে এই বিপুল পরিমাণ খরচ আর করতে হবে না। তিনি আরও বলেন যে মিউচুয়াল পেমেন্ট এবং মেসেজিং সিস্টেম ইন্টার লিঙ্ক করতে হলে দরকার পরস্পরের সহযোগিতা। গত জুলাই মাসে এই ব্যাপারে ইউএই র প্রধান ব্যাঙ্কের সঙ্গে একটি মৌ সই করা হয়েছে।
অন্যদিকে যে সব ভারতীয় বিদেশে রয়েছেন তাদের দেশে টাকা পাঠানোর পরিমাণ এপ্রিল জুন মাসে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। যদিও তাতে দেশের রাজকোষ এ যে ঘাটতি দেখা দেবে তা সামলাতে কোন সমস্যা হবে না বলেই মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতিতে মন্দার ফলে ভবিষ্যতে ভারতে এই ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আর এই ঘাটতি পুরনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বিদেশি রেমিটেন্স। নিট রেমিটেন্সের পরিমাণ গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন হলেও গ্রস রেমিটেন্সের ক্ষেত্রে তা চার ত্রৈমাসিকের সবথেকে নিম্ন পর্যায়-১৭.১৫ বিলিয়ন ইউএস ডলারে এসে পৌঁছেছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ