Market
৪ মে দেশের শেয়ার বাজারে এলআইসি’র আইপিও লঞ্চ করা হবে এই প্রথমবারের মতন। ইতিমধ্যেই এলআইসির শেয়ার ছাড়া নিয়ে কার্যত মুখিয়ে রয়েছেন দেশের বিনিয়োগকারীরা। এমনকি নতুন প্রজন্মের মধ্যেও যে বিনিয়োগ বিষয়ে দেখা গিয়েছে যথেষ্ট উত্তেজনা, এবার এলআইসি’র ক্ষেত্রে সেই বিনিয়োগ কতটা তাদের উৎসাহিত করবে? এই নিয়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে এলআইসির আইপিও যদি কিনতে হয় সেক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেটাই তুলে ধরা হল বিজনেস প্রাইম নিউজে।
এলআইসি’র আইপিও ছাড়া হবে চলতি মাসের ৪ মে তারিখে।
বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারবেন ৯মে পর্যন্ত।
এলআইসি’র আইপিও মূল্য ধরা হয়েছে ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা পর্যন্ত।
এলআইসি কর্মীরা শেয়ারপিছু পাবেন ৪৫ টাকা ছাড়।
পলিসিহোল্ডাররা শেয়ারপিছু পাবেন ৬০ টাকা ছাড়।
দেশের সবথেকে বড় আইপিও প্রোগ্রাম হতে চলেছে এলআইসি। কেন্দ্র বিশ্বের পঞ্চম বৃহত্তম এই বীমা সংস্থার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে। পরিবর্তে কেন্দ্রের আয় দাঁড়াবে প্রায় ২১ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, দেশের সবথেকে বড় আইপিও প্রোগ্রামের সাক্ষী থাকতে চলেছেন এমন অনেকেই, যাদের শেয়ার বাজার নিয়ে কোন পূর্ব অভিজ্ঞতা নেই। সবমিলিয়ে এলআইসির আইপিও নিয়ে তৈরি হয়েছে সাধারণের ব্যাপক কৌতূহল। এখন দেখার, এলআইসি আইপিও লঞ্চের পর জনসাধারণের মধ্যে কিরকম প্রতিক্রিয়া তৈরি হয়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ