Trending

মে মাসেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বর্ষার আগেই লণ্ডভণ্ড করে দেবে বাংলাকে। দুর্বার বেগে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল।
মনে আছে ২০০৯-এর আয়লার স্মৃতি? কিংবা আম্ফানের শক্তি? তছনছ হয়ে গিয়েছিল সুন্দরবন। এবারের আশঙ্কার নাম রেমাল। জানা যাচ্ছে রেমাল নাকি আয়লা, আম্ফান, ফণী বা যশের থেকেও শক্তিশালী।
হাওয়া অফিস সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ২৪ মে তা শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। ২৫ মে সন্ধ্যের পর আছড়ে পড়তে পারে পসিম্বঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। তবে রেমালের গতিবেগ কতটা ভয়াবহ হবে? বা কতটা ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে- সেসব এখনও কিছুই স্পষ্ট নয়।
অভিশপ্ত মে। যেই মাসেই সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের দাপট দেখেছে বাংলা। আয়লা, আম্ফান, ফণী- একেরপর এক ঘূর্ণিঝড় এসেছে। তাণ্ডব দেখিয়েছে বাংলার বুকে। এবারও এই মে মাসে রইলো ঘূর্ণিঝড় রেমালের আগাম সতর্কতা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।