Market

অতিমারির জোড়া ধাক্কায় থমকে গেল ভারত তথা বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতিতে হোটেল ব্যবসায় পা রাখতে চলেছে রিল্যায়েন্স। ইতিমধ্যেই বিকল্প বিদ্যুৎ ক্ষেত্রে প্রবেশ করেছে মুকেশ আম্বানির সংস্থা। এবার আমেরিকার নিউ ইয়র্কের প্রথম সারির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল অধিগ্রহণের কথা ঘোষণা করল মুকেশ অম্বানীর সংস্থা।
রিল্যায়েন্স সূত্রে খবর, ম্যান্ডারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭% অংশীদারি কলম্বাস সেন্টার কর্পোরেশনের থেকে কিনবে তারা। এক্ষেত্রে এই সংস্থার খরচ দাঁড়াবে ৯.৮২ কোটি ডলার (প্রায় ৭৩০ কোটি টাকা)। তবে এই সমস্ত লেনদেনের আগে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রকের অনুমতি লাগবে। মুম্বইয়ে তৈরি হচ্ছে কনভেনশন সেন্টার। হোটেল ও আতিথেয়তা শিল্পে নিজেদের ভিত আরও শক্ত করার পথে এগোচ্ছে মুকেশ আম্বানির রিল্যায়েন্স জিও।
ব্যুরো রিপোর্ট