Market
জাস্ট ডায়ালের ৪০.৯৫% স্টেক অধিগ্রহণ করল রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড। গত শুক্রবার এই অধিগ্রহণের বিষয়টি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই স্টেক অধিগ্রহণের জন্য রিলায়েন্স রিটেল খরচা করেছে ৩,৪৯৭ কোটি টাকা। এবং জানানো হয়েছে, সেবির রেগুলেশন অনুযায়ী আরও ২৬% শেয়ার অধিগ্রহণের জন্য খোলা অফারও দিয়েছে রিলায়েন্স এবং সবমিলিয়ে অঙ্কটা পৌঁছে যেতে পারে ৭০০ মিলিয়ন ডলারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় প্রায় ৫,২২২.৮ কোটি টাকা।
জাস্ট ডায়ালের প্রতিষ্ঠাতা ভিএসএস মণি জানিয়েছেন, রিলায়েন্সের সঙ্গে হাত ধরলে বিশ্ব বাণিজ্যের মঞ্চে আরও সফলভাবে পৌঁছে যেতে পারবে জাস্ট ডায়াল।
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ইশা অম্বানি জানিয়েছেন, জাস্ট ডায়ালের সঙ্গে যুক্ত হতে পেরে রিলায়েন্স রোমাঞ্চিত। জাস্ট ডায়ালে আমাদের বিনিয়োগ লক্ষ লক্ষ ব্যবসায়ী, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগপতিদের কাছে ডিজিটাল ইকোসিস্টেমের একটা নতুন দিক খুলে দেবে।
অন্যদিকে জাস্ট ডায়ালের প্রতিষ্ঠাতা ভিএসএস মণি জানিয়েছেন, শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যেই নয়। এই মঞ্চ বিটুবি প্ল্যাটফর্মে বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে।
বর্তমানে এই সংস্থার ৩৫.৫% শেয়ার রয়েছে মণি ফ্যামিলির হাতে, ২৫ বছর আগে যে কোম্পানি যাত্রা শুরু করেছিল। বর্তমানে জাস্ট ডায়ালের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬,৬৮৩.৭৪ কোটি টাকা। যেখানে গড়ে প্রায় ১৫০ মিলিয়ন মানুষ এই প্ল্যাটফর্মে আসা-যাওয়া করেন।
ব্যুরো রিপোর্ট