Market
এবার সাবওয়ে কেনার পরিকল্পনায় রয়েছে রিলায়েন্স রিটেল। জানা গিয়েছে, প্রায় ২৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে সাবওয়ে ইন্ডিয়ার ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে রিলায়েন্স। ভারতীয় মুদ্রায় যার অর্থ ১৮০০ কোটি টাকার ওপরে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
সূত্রের খবর, অতিমারি পরিস্থিতি তৈরির আগে থেকেই সাবওয়ের বিক্রিতে ভাটা নামে। ফলে ব্যবসার অঙ্কতেও নামে সেই ভাটার টান। যদিও গোটা বিশ্বজুড়েই সাবওয়ের একটা জনপ্রিয়তা রয়েছে তবু ব্যবসার দিক থেকে সংস্থাটি কোনরকমভাবে লাভবান না হতে পারায় এবার গোটা বিশ্ব জুড়েই সংস্থাটি নিজের পরিকাঠামো আমূল বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। এদিকে সংস্থাকেও ক্ষতির মুখ দেখতে হওয়ায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হয় সাবওয়ে।
তাই সংস্থা এমন কোন ভারতীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে উদ্যোগী হয়েছে যাদের মাধ্যমে আবারও হারানো জনপ্রিয়তা ফিরে পেতে চাইছে এই সংস্থাটি। তাই সেদিক থেকে মনে করা হচ্ছে, রিলায়েন্স হাত ধরলে আবারও নিজের হারানো মুকুট ফিরে পাবে সাবওয়ে।
ব্যুরো রিপোর্ট