Daily

চাকরি প্রদানের নিরিখে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পিছনে ফেলল রিলায়েন্স। রিলায়েন্সের মোট কর্মচারীর সংখ্যা ছাপিয়ে গেছে তিন লাখের গণ্ডি। দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কোল ইন্ডিয়াকে পেছনে ফেলে কর্মচারী সংখ্যার ভিত্তিতে দেশের দ্বিতীয় স্থানের অধিকারী এখন রিলায়েন্স। সার্বিকভাবেই, এটি রিলায়েন্সের কাছে বড় সাফল্য।
এখন প্রশ্ন হচ্ছে, দেশের দুই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে এভাবে টেক্কা দিয়ে বেরিয়ে যাওয়াটা সরকারের কাছে কি আদৌ সাফল্যের? কর্মসংস্থানের বিচারে দেশের সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে ক্রমশ পিছনে ফেলে চলেছে বেসরকারি মাধ্যম। যা বাস্তবে সরকারের জন্য মোটেই সাফল্যের লক্ষন নয়।
দেশের শিল্পমহলের চিত্র অনুযায়ী, দেশের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আম্বানি এবং আদানি। কিন্তু, চাকরি দেওয়ার নিরিখে এই চিত্র কিন্তু আলাদা। এই ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বী হল টাটা এবং আম্বানি। বিগ ফোরের মধ্যে কেবলমাত্র TCS-ই স্থান পেয়েছে এই তালিকায়।
সাম্প্রতিক সময়ে, ভারতের শিল্পমহলে নজর দিলে একটি বিষয় চোখে পড়ে। সম্পত্তির তালিকা সহ ব্যবসায়িক ভিত্তিতে আদানি , আম্বানির তুলনায় বেশ এগিয়ে রয়েছেন। কিন্তু, চাকরি দেওয়ার নিরিখে আদানিকে কয়েক যোজন পিছনে ফেললেন আম্বানি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ