Daily

সকালে উঠে হঠাৎই দেখলেন দৈনন্দিন জিনিসের ভাঁড়ারে জিনিস বাড়ন্ত। এদিকে এতটাই ওয়ার্কপ্রেশার, যে চটিটা গলিয়ে সামনের মুদি দোকানে যাওয়ার সময়টুকু নেই। চিন্তা নেই। এক ক্লিকেই কেল্লা ফতে! দুয়ারে গ্রসারি নিয়ে হাজির হয়ে যাবে জিও মার্ট। জিও মার্ট এক্সপ্রেস নামে নতুন পরিষেবা চালু করলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স।
অতিমারির সময় অনলাইনে জিনিস ডেলিভারির যে দাপট বেড়েছিল, তা আঁচ রয়েছে এখনও। সত্যি বলতে, এই দাপট আগামীতে বাড়বে বৈ কমবে না। কাজেই দুয়ারে গ্রসারি পেয়ে গেলে মন্দ হয় না। যদিও Blinkit বা Zepto র মত কোম্পানি অনেক আগে থেকেই গ্রাহকদের এই পরিষেবা দিয়ে আসছে। এবার বাজারে এই সমস্ত কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নামলো জিও মার্ট। আর বাজারে রিলায়েন্স জিও-র আগমনে টিকে থাকার লড়াইটা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়।
গ্রসারি থেকে পার্সোনাল কেয়ার, মেডিসিন, যাবতীয় জিনিসপত্র একেবারে ঘরের সামনে নিয়ে হাজির হবে জিও মার্ট এক্সপ্রেস। তাও আবার মাত্র ৯০ মিনিটেই। থাকছে না মিনিমাম অর্ডার ভ্যালুর লিমিটেশন। উপরন্তু ১৯৯ টাকার উপর অর্ডার করলে থাকছে না কোনো রকম ডেলিভারি চার্জ। বর্তমানে নভি মুম্বাইতে পরিষেবা চালু হলেও, খুব শীঘ্রই দেশের ২০০ টি শহর এই পরিষেবা পেতে চলেছে বলে কোম্পানি সূত্রে খবর।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ