Prime
Daily
পরিষেবা মসৃণ করতে আরও স্পেকট্রাম লাগাচ্ছে রেলিয়ান্স জিও
By Business Prime News | July 10, 2021
Daily
পরিষেবা মসৃণ করতে এবং গ্রাহক সুবিধার্থে স্পেকট্রাম বাড়াতে চলেছে রেলিয়ান্স জিও সংস্থা। সম্প্রতি টেলিকম দফতরের নিলামে আগামী ২০ বছরের জন্য ৫৭ হাজার ১২৩ কোটি টাকার স্পেকট্রাম নিয়েছে জিও।
জিওর নেটওয়ার্ক নিয়ে সমস্যা, নতুন অভিযোগ নয়। অভিযোগের ভিত্তিতে এর আগেও বহুবার সার্ভিস উন্নত করার ব্যবস্থা নিয়েছে জিও। এবার জিও জানিয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ১৩ হাজারেরও বেশি এলাকায় ১৫ মেগাহার্টজ স্পেকট্রাম লাগাবে সংস্থা। কাজেই অনলাইনে পড়াশুনো, বা অফিসের মিটিং, কোনোটাতেই কোনো সমস্যা থাকবে না।
রাজ্যজুড়ে মসৃণ হবে পরিষেবা, লাগানো হবে স্পেকট্রাম। এছাড়াও জিওর 4G নেটওয়ার্কের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান হয়েছে সংস্থার তরফে।
ব্যুরো রিপোর্ট