Trending
আমেরিকার সঙ্গে এই দেশটার সম্পর্ক একেবারেই ভালো নয়। তবে মোদী জমানায় দেখা গেছে কিভাবে ভারত পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞাকে থোরাই কেয়ার করছে। এবার নয়া একটা চুক্তির কথা সামনে এলো। আমেরিকা এতে রাগ করবে কিনা জানা নেই, আর করলেও কিছু করার নেই। ভারত চলছে নিজের খেয়ালে। মার্কিন মুলুকের ঘোর শত্রু দেশ রাশিয়ার সঙ্গে দুর্দান্ত চুক্তি করল নয়া দিল্লি। সব ঠিক থাকলে এবার রাশিয়ার থেকেই তেল কিনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। জানা গিয়েছে দীর্ঘমেয়াদী চুক্তি ইতিমধ্যেই সেরে ফেলেছে রাশিয়া এবং রিলায়েন্স। চুক্তি হয়েছে এক বছরের। এই এক বছরে রাশিয়ার থেকে অপরিশোধিত খনিজ তেল কিনবে রিলায়েন্স। তবে এখানে একটা ব্যপার।
রাশিয়ার থেকে যে তেল কেনা হবে তা মেটানো হবে রাশিয়ান মুদ্রা রুবলে। কিন্তু আপনাদের মনে হতে পারে রুবলে গ্যালন গ্যালন তেল কিনে ভারতের কি লাভ? আসলে রুবল এখন রুপির থেকেও সস্তা। এই টাকায় তেল কেনার পর ভারত সেখান থেকে পেট্রোলিয়ামজাত পণ্য তৈরি করবে। তারপর ভালো অঙ্কে সেই পণ্য বিক্রি করবে বিদেশে। এর ফলে ভারতের ফরেক্স রিজার্ভ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। দেখুন, অনেকেই বলছেন যে, এই চুক্তি আসলে অম্বানির দূরদর্শিতার একটা রিফ্লেকশন। কিরকম? বিশ্ব জুড়ে এখন যুদ্ধের আবহ। স্পেশ্যালি পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। যেখানকার একাধিক দেশ খনিয তেলে পরিপূর্ণ। কিন্তু যুদ্ধের কারণে সেই সব দেশে তেল বাণিজ্যে এখন বড় ঘাটতি। সেটাই পূরণ করে দেবে রিলায়েন্স। ১ বছরে তেলের দাম অনেকটা বাড়তে পারে। ফলে দিনের শেষে ফায়দা হবে ভারতের রফতানি বাণিজ্য।
প্রতি মাসে রাশিয়া থেকে ৩০ লক্ষ ব্যারেল তেল কিনবে রিলায়েন্স। মানে বছরে ৩ কোটি ৬০ লক্ষ ব্যারেল তেল কিনবে রিলায়েন্স। এই দাম মেটানো হবে এইচডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে। সেই টাকা এই ব্যাঙ্ক থেকে চলে যাবে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাঙ্কে। তেল কেনা নিয়ে চুক্তি হয়েছে এই দুই ব্যাঙ্কের মধ্যেও। তবে তেলের দাম ভারত কতটা কমবে সেই নিয়ে এখনো ঝুলে রয়েছে প্রশ্নচিহ্ন। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ