Story

ওপ্পোর পর এবার তালিকায় জুড়লো ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন। দেশে প্রযুক্তিগত উন্নয়নে বিপ্লব আনতে উঠেপড়ে লেগেছে সংস্থাগুলো। তাই প্রযুক্তিগত পড়াশোনায় পড়ুয়ারা যাতে টাকার অভাবে পিছিয়ে না পড়েন, তাই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল রিলায়েন্স ফাউন্ডেশন। মেধাবী পড়ুয়ারা এবার পেয়ে যাবেন ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ।
গত সোমবার, মুকেশ আম্বানির সংস্থার ফাউন্ডেশন রিলায়েন্স ফাউন্ডেশন ঘোষণা করেছে যে, এই স্কলারশিপে নাম নথিভুক্তকরণের কাজ শুরু করে দিয়েছে সংস্থা। তারা জানিয়েছে ১০০ জন স্নাতক আর স্নাতকোত্তর ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে মুখে আম্বানির সংস্থা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য পড়ুয়াদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটিং কিংবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথমবর্ষের পড়ুয়া হতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই স্কলারশিপে আবেদনের জন্য কোনো খরচ পড়বে না পড়ুয়াদের।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ কর্মসূচির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে বিচার করে দেওয়া হবে এই বৃত্তি। স্নাতক স্তরের ৬০ জন পড়ুয়াকে চার লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর স্তরের ৪০ জন পড়ুয়াকে ৬ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। দেশকে প্রযুক্তিবিদ্যায় এগিয়ে নিয়ে যেতে এবং বৈপ্লবিক জোয়ার আনতে আম্বানি পরিবারের এই উদ্যোগ সর্বতোভাবে প্রশংসাযোগ্য।
ব্যুরো রিপোর্ট