Market

দূষণের নিরিখে ভারতের অবস্থান খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। তাই পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামল রিলায়েন্স। ২০৩০ সালের মধ্যে কার্বন মুক্ত ১০০ গিগাওয়াট বিদ্যুৎ তৈরিতে সক্ষম হবে ভারত। অন্তত এমনটাই জানিয়েছেন রিলায়েন্স কর্নধার মুকেশ অম্বানি। যা আসলে সবুজ-হাইড্রোজেনে পরিণত হবে।
রিলায়েন্স চিফ জানিয়েছেন, হাইড্রোজেনের দাম প্রতি কেজিতে এক ডলারের কম করে দেওয়া হবে। যা এক-এক-এক নীতিকেই সমর্থন করবে। চিরাচরিত দূষণপূর্ণ জ্বালানির থেকে এই জ্বালানি ব্যবহার করলে তা একেবারেই দূষণ মুক্ত হবে না। আর এর একমাত্র প্রধান উপাদান জল।
উল্লেখ্য, এই জ্বালানি গাড়ি সহ অন্যান্য ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দারুন প্রতিস্থাপক হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দাঁড়িয়ে মুকেশ আম্বানি এক দশকে এক কেজি সবুজ হাইড্রোজেনের মূল্য এক ডলারের কম রাখার পরিকল্পনা নিয়েছেন।
ব্যুরো রিপোর্ট