Market

এবার দেউলিয়া হয়ে যাওয়া ভারতীয় বস্ত্র প্রস্তুতকারী সংস্থা সিনটেক্স কিনতে আগ্রহ প্রকাশ করল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই উদ্যোগে রিলায়েন্সের সঙ্গী হয়েছে অ্যাসেট কেয়ার অ্যান্ড রিকনস্ট্রাকশন এন্টারপ্রাইজ লিমিটেড। এই দেউলিয়া সমস্যা সমাধান করতে দরপত্র জমা দেবে এই দুই সংস্থা।
এছাড়া, এই সিনটেক্স কিনতে আরও যে সমস্ত সংস্থা দরপত্র জমা দিয়েছিল, তারা হল ইজিগো টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, জিএইচসিএল লিমিটেড এবং হিমতসিংকা ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। শুধুমাত্র তেল ব্যবসার উপর ভরসা না করে ব্যবসায় বৈচিত্র্য আনতে টেলিকমিউনিকেশন, গ্রিন এনার্জি এবং ফ্যাশনের উপর বিশেষ জোর দিতে শুরু করেছেন ভারতের সব থেকে ধনী শিল্পপতি মুকেশ আম্বানি।
সত্য পল, রাঘবেন্দ্র রাঠোর থেকে শুরু করে মণীশ মালহোত্রা, বলিউডের সেরা ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডে নিজেদের অংশীদারিত্ব কায়েম রেখেছে। তাই এই পোশাকের বাজারে নিজেদের অস্তিত্ব মজবুত করার যে প্রক্রিয়া রিলায়েন্স শুরু করেছে তারই অংশ হিসাবে সিনটেক্স কিনতে চায় তারা। চলতি বছরেই ঐতিহ্যশালী লি কুপার ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধল মুকেশের এই সংস্থা। এই নিয়ে দ্বিতীয় কোনও দেউলিয়া সংস্থার প্রতি আগ্রহ দেখাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
ব্যুরো রিপোর্ট