Market
শেয়ারের সাথে রিলায়েন্স চিফ মুকেশ অম্বানির ভাগ্যও তুঙ্গে। দেশের ধনীতম ব্যক্তির ব্যাঙ্ক ব্যালেন্স দাঁড়িয়েছে ১০ হাজার কোটি ডলারে। যার অন্যতম প্রধান কারণ এই সময় শেয়ারের নজিরবিহীন উত্থান। আর সেই কারণে বেড়েছে রিলায়েন্সের শেয়ারের দর। মুকেশ অম্বানির ব্যাঙ্ক ব্যালেন্সে যা প্রতিফলিত হয়েছে।
গত বছর মার্চ থেকেই রিলায়েন্সের শেয়ার দর বাড়তে শুরু করে। বর্তমান সময় পর্যন্ত রিলায়েন্সের শেয়ারের উত্থান হয়েছে ১২৫ শতাংশ। আর ২২ শতাংশ বেড়েছে এই আর্থিক বছরে।
ফলে ১৩২ শতাংশ বেড়েছে অম্বানি পরিবারের শেয়ারও। শুক্রবার এই শেয়ার পৌঁছে গিয়েছে ১০ হাজার কোটি ডলারে।
রিলায়েন্সের এই ব্যপক অর্থোন্নতির প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে একের পর এক বিনিয়োগ। যার মধ্যে অন্যতম জামনগরের ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের তিনটি সৌরশক্তি প্ল্যান্ট। ১০০ গিগাওয়াট সৌরশক্তি তৈরি হবে এই প্ল্যান্ট থেকে।
এছাড়া তো জিও রয়েছেই। ট্রাই-এর শীর্ষে থাকার সারটিফিকেটও এখন জিওর কাছেই। ফেসবুক সহ বিশ্বের একাধিক সংস্থা জিওতে বিনিয়োগ করছে বিপুলভাবে। তেল ব্যবসায় সৌদি আরবের সংস্থা আরামকো ২৫ হাজার কোটির চুক্তি করছে রিলায়েন্সের সাথে।
এমনিতেই শেয়ার বাজার একের পর এক রেকর্ড গড়ছে। বিশ্ব বাজারে যথেষ্ট সাড়া ফেলেছে দেশের অর্থনীতি। যার সরাসরি প্রভাব পড়েছে রিলায়েন্সে।
ব্যুরো রিপোর্ট