Market
বাতিল হল রিলায়েন্স এবং সৌদি আরবের সংস্থা অ্যারামকোর যাবতীয় চুক্তি। এবার তার জেরেই এক ধাক্কায় নামল রিলায়েন্সের শেয়ার। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার নেমে পড়ে চার শতাংশের বেশি। মঙ্গলবারেও শেয়ার বাজারে হোঁচট খেতে হয় রিলায়েন্সকে। ১৫ বিলিয়ন ডলারের এই চুক্তি বাতিল হবার পরেই কার্যত তাল কেটে যায় রিলায়েন্সের শেয়ার সূচকের দৌড়ে।
২০১৯ সালে অ্যারামকোর সঙ্গে একটি বড় চুক্তি করে রিলায়েন্স। তখনি দেখা যায়, মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্সের অয়েল টু কেমিক্যালসের ইউনিটের ভ্যালু দাঁড়িয়েছিল ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। এদিকে রিলায়েন্সের সঙ্গে অ্যারামকোর সম্পর্ক বহুদিনের। এমনকি অ্যারামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমায়েনকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবেও ঘোষণা করে রিলায়েন্স। কিন্তু বাস্তবে হল উলটপুরাণ।
যদিও চুক্তি বাতিল হলেও অ্যারামকোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে দীর্ঘ মেয়াদী বিনিয়োগের জন্য সংস্থার কোন অসুবিধা নেই। তার কারণ অ্যারামকো মনে করে, ভারতে অ্যারামকো তার গ্রোথ সম্পর্কে যথেষ্ট আশাবাদী। তাই চুক্তি বাতিল হলেও অ্যারামকো এখনি একেবারে হাল ছেড়ে দিতে নারাজ।
ব্যুরো রিপোর্ট