Trending
সন্দেশখালির পুরোটাই একটা সাজানো ঘটনা
মেসেজে সমস্ত প্রমাণ রয়েছে
সেখানে মহিলদের আন্দোলন করার জন্য টাকা দেওয়া হত
দেওয়া হয়েছিল মোবাইল ফোন
এফআইআর করা হয়েছিল, যা সমস্তটাই ভুয়ো তথ্যের উপর ভিত্তি করে
যা বলছি, প্রমাণ সমেত বলছি
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই সব তথ্য ফাঁস। সামনে এল সেখানকার বিজেপি নেত্রী রেখা পাত্রের বয়ান। প্রাক্তন বিজেপি নেত্রী এবং বর্তমান তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের মুখে সন্দেশখালির পর্দা ফাঁস। টাকার বিনিময়ে নাটক সাজানো হয়েছিল। মহিলাদের প্রলভন দেখিয়ে বইয়ের পাতার মতো নাটক সাজানো হয়েছিল। তৃণমূলের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি তুলে ধরলেন সিরিয়া পারভিন।
বিজেপি-র এককালীন প্রতিবাদী মুখ সিরিয়া। এদিন তৃণমূলে যোগ দিতেই সাংবাদিদকের সামনাসামনি হয়ে সমস্তটা ফাঁস করলেন। তিনি নিজেও নাকি জানতেন পুরোটা মিথ্যে এবং সাজানো ঘটনা। কিন্তু তিনি নিরুপায়। তাই দলের কথা মেনেই নিঃশব্দে কাজ করে যেতে হয়েছে তাকে। আরও কি বললেন এই সিরিয়া পারভিন? শুনুন…
নেতৃর এই মতামতের সত্যতা যাচাই হয়নি এখনও। কিন্তুতাকা থাকলে কি যা খুশি তাই করা যায়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। সন্দেশখালিকে যে ইস্যু নিয়ে উত্তপ্ত করা হল, যে ইস্যু নিয়ে রাজনীতি করা হল, সেটা কী সত্যি সত্যি করা যায়? সরব বিরোধীরা। আপনাদের কি হয়? জানান কমেন্ট বক্সে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ