Trending
হরিনাম সংকীর্তন করতে এসে সাধারণ মানুষের রোষ তাঁকে শুনতে হল। তিনি রেখা পাত্র। বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত নাম। সেই রেখা পাত্রই এবার শুনলেন জনতার উত্তেজিত অভিযোগ। অভিযোগটা কী? রাস্তা ঠিক না থাকার অভিযোগ। কয়েকদিন আগেই সন্দেশখালির ন্যাজাটে হরি সংকীর্তন করতে আসেন রেখা পাত্র। সেই সময় তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন সংকীর্তনে আসা বহু মানুষ। সন্দেশখালির বসিরহাটের বিজেপি প্রার্থী হিসেবে রেখা পাত্র এখন সকলের কেন্দ্রবিন্দুতে। আর সেখানে এসেই কার্যত সাধারণ মানুষের অভিযোগ শুনতে হল তাঁকে।
সেই কবে বাম আমল চলে গেছে। বর্তমান সরকারের হাওয়া এদিকে-ওদিকে উড়ছে। সন্দেশখালির উপরে কার্যত বিজেপির ঝোড়ো হাওয়া বইছে। কিন্তু এতো কিছুর পরেও প্রতিশ্রুতি থাকছে সেই জায়গাতেই। কেউ কোন প্রতিশ্রুতি পালন করছেন না। প্রতিশ্রুতি কি? রাস্তা সারাই। বেহাল রাস্তা কেউ সারাচ্ছে না। ভোট আসছে, রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে, কিন্তু ভোটের আবহ মিলিয়ে গেলেই ব্যস, সব ভোঁ ভা। তাই হাতের কাছে রেখা পাত্রকে পেয়ে এবার চড়া সুরে অভিযোগ জানালেন এক সাধারণ মানুষ।
এই উত্তরে রেখা পাত্র বলেছেন অবশ্য, তিনি কলকাতার ফ্ল্যাটে থাকা বোন নন। একেবারে গ্রাম বাংলার বোন। তাই এই অভিযোগ তিনি কখনই অস্বীকার করতে পারেন না। কারণ সরকার বদলের হাওয়া সন্দেশখালির উপর দিয়ে বয়ে গেলেও রাস্তার বেহাল দশা আর ফিরছে কই। শুনুন উত্তরে কী বললেন রেখা পাত্র।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ