Trending
ভোটে হেরেও হাড় মানতে নারাজ সন্দেশখালির দাবাং প্রার্থী রেখে পাত্র। ভোটে ভরাডুবির অরেও রেখার রোয়াব একেবারে চোখে ওড়ার মতো। সাধারণ মানুষের দুয়ারে অউছে যাচ্ছেন একেবারে রনং দেহী মেজাজে। কোথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে। আশে থাকার অভয় বাণী দিচ্ছেন সকলকে। একইসঙ্গে একেবারে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।
সন্দেশখালির সকলের সঙ্গে দেখা করে একেবারে শিরদাঁড়া সোজা রেখে রেখা পাত্র জানান, মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেখান। যখন লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, তখন সংসার চলেনি বলে প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। একইসঙ্গে মোদী সরকাররের জয়গানও গান তিনি।
একইসঙ্গে তিনি জানান, কলের জল থেকে শুরু করে সবকিছুই নাকি মোদি সরকার দিচ্ছেন বলেই আসছে। কিন্তু মুখ্যমন্ত্রীর হাত হয়ে আসছে। কিন্তু কাটমানির কথা মুখ্যমন্ত্রী একবারের জন্যেও স্বীকার করছেন না। রেখার হুঙ্কারে সেই অঞ্চলে কতটা প্রভাব পরবে, সেটা সময় বলবে। তবে ভোটে হেরেও তিনি যেভাবে মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন, তাতে শাসকদলের না চাপের মুখে পরতে হয়। প্রসঙ্গত, বসিরহাটের বিজয়ী প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়ন জমা দেওয়া নিয়ে রীতিমত তোলপাড় ফেলে দেন রেখা। সম্রতি তিনি সেই সংস্ক্রান্ত পিটিশনও জমা দেন। আর তারপরেই সন্দেশখালির মানুষের সঙ্গে দেখা করতে আসেন তিনি। তবে, রেখা পাত্রের এই দাপটের পিছনে অন্য কোন ইন্ধন রয়েছে বলে সুর চড়িয়েছেন অনেকেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ