Market

নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্টাফ সিলেকশন কমিশন। ৩২৬১টি শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন। অ্যাপ্লিকেশন প্রসেস চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। তবে আবেদন করার জন্য আবেদনকারীকে নোটিফিকেশনের দিকে নজর রাখতে বলা হয়েছে। পোস্ট, বয়স এবং প্রয়োজনীয় যোগ্যতার দিকে খেয়াল রেখে আবেদন করার জন্য জানানো হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে।
কমিশনের পক্ষ থেকে আবেদনকারীকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ শেষ দিনে আবেদনের চাপ বেশি থাকলে সেক্ষেত্রে এসএসসি’র ওয়েবসাইট বসে যেতে পারে। ওয়েবসাইটে নেটবিভ্রাট তৈরি হলে মুশকিলে পড়বেন আবেদনকারীরাই। একটি পোস্টের জন্যই আবেদনকারীরা চাকরির আবেদন করতে পারবেন।
অনলাইনে জমা দেওয়া হয়ে গেলে সেই ফর্মের একটি প্রিন্ট আউট কপি যেমন রাখতে হবে তেমনই সমস্ত প্রয়োজনীয় নথিতে নিজস্ব সিগনেচারের প্রয়োজনও রয়েছে। যা আবেদনকারীর আগামীতে প্রয়োজন পড়বে কমিশনের ডাক আসার পরে।
অ্যাপ্লিকেশন করার জন্য ফি জমা দিতে হবে ১০০ টাকা। যদিও মহিলা বা এসসি, এসটি, প্রতিবন্ধী বা এক্স সার্ভিসম্যান এই চাকরির জন্য আবেদন জানালে সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনরকম ফি নেওয়া হবেনা বলেই জানা গিয়েছে। অনলাইনে টাকা জমা দিতে গেলে আবেদনকারীর হাতে সময় থাকবে পরের মাসের ২৮ তারিখ রাত ১১:৩০ পর্যন্ত। বিস্তারিত জানার জন্য নজর রাখুন www.ssc.nic.in এ।
ব্যুরো রিপোর্ট