Daily

কোভিড সংক্রমণের ক্ষেত্রে কোনরকম আপোষ করবে না টেক জায়েন্ট সংস্থা গুগল। তাই কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে এবার করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করলো তারা। সংক্রমণ এড়াতে কর্মচারীরা উপযুক্ত পদক্ষেপ অনুসরণ না করলে তাদের ওপর কোনো ধরনের সহনশীলতা দেখাবে না কোম্পানি।
সম্প্রতি গুগলের তরফে একটি মেমো জারি করা হয়েছে। যেখানে এই সংস্থা করোনা মোকাবিলায় নিজেদের কর্মচারীদের কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে বলে উল্লেখ রয়েছে। যেসমস্ত কর্মচারীরা সংক্রমন এড়াতে এখনও টিকা নেননি, তারা বেতন তো পাবেনই না, একইসঙ্গে চাকরি পর্যন্ত খোয়াতে পারেন বলে জানিয়েছে তারা। এবিষয়ে মেমোতে জানানো হয়েছে যে, সংস্থা কর্মচারীদের টিকা নেওয়ার ব্যাপারে ৩ ডিসেম্বর অবধি সময়সীমা বেঁধে দিয়েছিল। যেসমস্ত কর্মচারীরা এই সময়সীমার মধ্যে ভ্যাকসিন নেবেন না তাদের সাথে কড়া পদক্ষেপ নিতে কোম্পানি দুবার ভাববে না বলেও জানানো হয়েছে।
পাশাপাশি, যে সমস্ত কর্মচারী ১৮ জানুয়ারি পর্যন্ত করোনার ভ্যাকসিন নেবেন না, তাদেরকে ৩০ দিনের জন্য পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে পাঠানো হবে বলে উল্লেখ রয়েছে মেমোতে। সেখানে আরও জানানো হয়েছে যে, এর পরেও যারা ভ্যাকসিন নিতে অস্বীকার করবেন, তারা ছয় মাসের জন্য আনপেইড পার্সোনাল লিভে থাকবেন। আর এত কিছুর পরেও যারা ভ্যাক্সিনেটেড হবেন না, তাদেরকে কোম্পানি ছেড়ে দেওয়ার নোটিশ পাঠানো হবে।
ব্যুরো রিপোর্ট