Market
সস্তা হচ্ছে রিফাইনড পাম তেল। কেন্দ্র শুল্কের বোঝা কমাতেই এবার তেল সস্তা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং দাম নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের পরেই আশা করা হচ্ছে এবার কমবে তেলের দাম।
সূত্রের খবর, কেন্দ্র রিফাইনড পাম তেলের শুল্ক ১৭.৫% থেকে কমিয়ে ১২.৫% করেছে। আপাতত ২০২২ সালের মার্চ পর্যন্ত এই ১২.৫% শুল্ক হারই কার্যকর থাকবে। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স ছাড়াই রিফাইনড পাম তেল আমদানি করতে অনুমতি দেওয়া হবে ব্যবসায়ীদের।
প্রসঙ্গত, ভোজ্য তেলের ব্যাপারে আমদানিতেই ভরসা রাখতে হয় দেশকে। প্রায় ২২ মিলিয়ন টন তেলের মধ্যে ৬৫ শতাংশ তেলই আমদানি করতে হয় কেন্দ্রকে। এতে একদিকে যেমন প্রচুর অর্থ ব্যয় হয়, তেমনই সাধারণ মানুষের পকেটেও চাপ বাড়ে। সেই পকেটের চাপ কমাতেই একের পর এক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ