Daily

ফের অভিযোগের মুখে প্রাথমিকের শিক্ষক নিয়োগ। হাইকোর্টের তোপের মুখে রাজ্য। অভিযোগ উঠেছে ২০১৪র প্রাথমিকের শিক্ষক নিয়োগে কারচুপি করেছে রাজ্য। আর অভিযোগের ভিত্তিতে টেটের নিয়োগের তালিকা চেয়ে পাঠাল হাইকোর্ট।
শিক্ষাগত যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার প্রমানপত্র ছাড়াই বহালতবিয়তে চাকরি করছিলেন বহু শিক্ষক। ঘটনা সামনে আসতেই প্রশ্নের মুখে পড়ে রাজ্যের প্রাথমিকের শিক্ষক নিয়োগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলা উঠতেই তড়িঘড়ি জনস্বার্থ মামলা করার কথা বলেন তিনি। আর মামলা কোর্টে উঠতেই চক্ষু চড়ক গাছ। তালিকায় থাকা ১২ জনের কাছে প্রয়োজনীয় প্রমানপত্রই নেই, অথচ দিব্যি চাকরি করছেন তারা।
মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেটের নিয়োগে অস্বচ্ছতা নিয়ে শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তোলেন। এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটিকে গ্রহণ করেছে। নিয়োগের সম্পূর্ণ তালিকা চেয়ে পাঠিয়েছে আদালত। নিয়োগের এই ধোঁয়াশা কাটাতে এখন কি উত্তর দেবে রাজ্য, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট