Market

Tatva Chintan শেয়ারের রেকর্ড বিক্রি। বিশিষ্ট ফার্মাসিউটিকাল কোম্পানি Tatva Chintan Pharma Chemical এর শেয়ারে লগ্নির চাহিদা ক্রমশই বাড়ছে। একইসঙ্গে বেড়েছে ৫০০ কোটি টাকার ইন্ডিয়ান পাবলিক অফারিং। জানা গিয়েছে, এর মধ্যেই ১৬২ বার শেয়ার সাবস্ক্রাইব করা হয়েছে।
সূত্রের খবর, বিনিয়োগকারীরা এর মধ্যেই Tatva Chintan এর ইকুইটি শেয়ারে ৫২.৮৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, Tatva Chintan ইক্যুইটি শেয়ারের জন্য অফার রেখেছিল ৩২.৬১ লক্ষ টাকা। আর সেটাই বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ৫২.৮৪ কোটি টাকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, Tatva Chintan এর শেয়ার বিক্রি এতটা ঊর্ধ্বমুখী হবার অন্যতম কারণ হল রিটেল সেক্টরের লগ্নি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪৫৫.২৭ বার যেমন শেয়ার হয়েছে তেমনই প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিভিন্ন লগ্নিকারীরা ১৬৫.৮৪ বার বিড করেছেন। সব মিলিয়ে Tatva Chintan এর বিড জমা পড়েছে ৫৭ হাজার কোটি টাকা।
ব্যুরো রিপোর্ট