Market
মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতির রেকর্ড ভেঙেছে ৪০ বছরের। শেয়ার বাজার ধরাশায়ী। তার পরেই বিশ্ব বাজারে কার্যত টালমাটাল অবস্থা তৈরি হয়। আশঙ্কা সত্যি করে ভারতের শেয়ার বাজারেও সেই প্রভাব পড়তে দেখা গেল। আজ বাজার খোলার পর থেকেই সেনসেক্সের সূচক রইল নিচের দিকে। বিএসই সেনসেক্সের সূচক ১২০০-র বেশি নেমে যায়। স্বাভাবিকভাবেই, সেনসেক্স ৫৩ হাজারের নিচে গিয়ে থেমে যায়। অন্যদিকে নিফটি-র সূচকও ৩৫০ পয়েন্ট নেমে দাঁড়ায় ১৫,৮৫০ এর নিচে।
উল্লেখ্য, গত শুক্রবারেই আমেরিকার বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল। সেদিনেই একটি রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে বলা হয়, আমেরিকায় মুদ্রাস্ফীতি ৪০ বছরে রেকর্ড উচ্চতায় গিয়ে পৌঁছেছে। অস্থিরতার কারণে আমেরিকায় ডাও জোন্স শেয়ার দর ৮৮০ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে ন্যাসডাকের ৪১৪ পয়েন্ট পতন হয়। এদিকে মার্কিন বাজারে এই দোটানা চলার কারণে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতে টাকার দাম আগামিতে আরও কিছুটা নামতে পারে। এখন কিভাবে সবদিক সামাল দিয়ে ভারতের বাজার একটু থিতু হতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।