Daily

তীব্র দাবদাহের প্রকোপে কানাডা। মৃত্যু হয়েছে ৬৯ জনের। নিহতদের অধিকাংশই বয়োজ্যেষ্ঠ। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে এই দাবদাহ চলছে বলে জানিয়েছে বিবিসি।
জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লায়টনে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা তিনদিন কানাডায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং অরেগনের অবস্থাও প্রায় একইরকম। অরেগনের পোর্টল্যান্ডে তাপমাত্রা ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটনের সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রবিবার।
ইতিমধ্যে ভ্যানকুভারে পুলিশ প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে, প্রতিবেশীদের দিকে নজর রাখার জন্য। পরিবারের সদস্যদের খেয়াল রাখার জন্য। বয়োজ্যেষ্ঠদের প্রতি সতর্ক থাকার জন্য। কারণ এই আবহাওয়া তাঁদের জন্য ভয়ানক।
উল্লেখ্য, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। অরণ্য সাফ করে সভ্যতার যে ধ্বজা ওড়ানোর চেষ্টা করা হচ্ছে, তা যে আদতে মানবসভ্যতারই সমূহ বিপদ ডেকে আনছে, তা আর বলার অপেক্ষা রাখেনা।
ব্যুরো রিপোর্ট