Market
করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পর জিএসটি আদায় কিছুটা হলেও ধাক্কা খায়। লক্ষ কোটির গণ্ডি ছুঁতে পারেনা। এর জন্য প্রত্যক্ষভাবে দায়ি করা হচ্ছে অতিমারির চোখ রাঙানিকেই। যার দরুণ, বিভিন্ন রাজ্যে লকডাউনের কারণে শিল্প থেকে ব্যবসা- আর্থিক কর্মকাণ্ডের চাকা থমকে যায়। কিন্তু দেখা গেল বিধি নিষেধের মধ্যেও আদায় হল রেকর্ড পরিমাণ জিএসটি। আবারও ছাড়াল লক্ষ কোটির গণ্ডি। সূত্রের খবর, গত মাসে জিএসটি আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১,১৬,৩৯৩ কোটি টাকা। যা কার্যত জানান দিল, শিল্পক্ষেত্র থেকে ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হচ্ছে ভারত। কেন্দ্রের তরফ থেকেও বলা হয়েছে যে, কর্মকাণ্ডের এই গতি বহাল থাকলে জিএসটি আদায়ের অঙ্কে ঘাটতি নামবে না। তবে ভারতে আবারও দৈনিক সংক্রমণ কিছুটা হলেও বাড়ছে। সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। যা চিন্তায় রাখছে অর্থনীতিবিদদের। ব্যুরো রিপোর্ট