Daily

৪ দিনে ১১০০ টাকার রেকর্ড পতন দেখলো সোনা। সার্বিকভাবে রেকর্ড দামের তুলনায় আজকের দাম কমেছে প্রায় ১০ হাজার টাকা। গেল বছরও মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল সোনার দাম। তবে এবছর পুজোর মরশুমের মুখে দাম কমায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে ক্রেতা থেকে বিক্রেতা।
চলতি সপ্তাহে রেকর্ড পতন হলো হলুদ ধাতুর দামে। শহর কলকাতার বুকে প্রতি ১০গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৫,৬৫০ টাকা এবং প্রতি ১০গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৬৫০ টাকা। গত আগস্টের সর্বোচ্চ দামের তুলনায় এদিন সোনার দাম কমেছে প্রায় এক হাজার টাকা।
সোনার দামের পতন হাসি চওড়া করেছে বিক্রেতাদের। প্রসঙ্গত, সোনা এবং রুপোর সত্যতা যাচাই করার জন্য কেন্দ্রীয় সরকার লঞ্চ করেছে একটু নতুন অ্যাপ। ‘BIS Care’ নামে অ্যাপটির মাধ্যমে সোনা এবং রুপোর সত্যতা যাচাই করতে পারবেন গ্রাহকরা। আবার সংক্রান্ত অভিযোগও জানাতে পারেন তারা।
ব্যুরো রিপোর্ট