Market

একদিকে অর্থনীতি ঘুরে দাঁড়ানো নিয়ে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ-এর প্রশ্নবানে বিধ্বস্ত দেশ, অন্যদিকে সমস্ত রেকর্ড ভেঙে একেবারে ১৯৩.৫৮ পয়েন্ট সেনসেক্সের সূচক ছুঁল ৫৩ হাজারের মাইলফলক।
অতিমারিতে কমেছে জিএসটি আদায়, চড়েছে মূল্য বৃদ্ধির পারদ। একইসঙ্গে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস। আর এদিকে জ্বালানীর দামের গ্যালোপিং গতি উদ্বেগ বাড়িয়েছে সাধারণের। এদিকে কার্যত বাস্তবের মাটি না ছুঁয়েই লাফিয়ে বাড়ছে শেয়ার বাজার। এ বিষয়ে আর্থিক বিশেষজ্ঞ তথা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘ অর্থনীতির সঙ্গে সূচকের উত্থানের কোন সঙ্গতি নেই। কাজেই অনিশ্চিত বাজার এবং সাধারণ লগ্নিকারীদের পক্ষে তা বেশ ঝুঁকিপূর্ণও বটে।’
তবে ইতিবাচক সুর শোনা গেল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর বিনয় আগরওয়াল-এর বক্তব্যে। সূচকের উত্থান বহু নতুন লগ্নিকারীকে শেয়ারে লগ্নিতে উৎসাহী করেছে তেমনই আগাম কর আদায়ও বেড়েছে। তার উপরে রেকর্ড অঙ্কের বৈদেশিক মুদ্রা জমেছে সরকারের কোষাগারে। তাই সূচকের বড় পতনের আশঙ্কা কম বলে জানিয়েছেন বিনয় বাবু।
ব্যুরো রিপোর্ট