Market
আনলক পর্বে ঘুরে দাঁড়াচ্ছে কাজের বাজার। ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। দেশের শিল্পক্ষেত্রের চাকা আবারও ঘুরতে শুরু করেছে। সবমিলিয়ে দেশের চাকরি পরিস্থিতি সুখকর মনে হলেও তাল কাটল সিএমআইই-র রিপোর্ট। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, চাকুরীজীবিদের জন্য বর্তমান পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়। এমনকি উদ্যোগপতিদের জন্যও খুব একটা ভালো যাচ্ছে না এই সময়। বরং কিছুটা হলেও সময় ভালো যাচ্ছে কৃষক, দিনমজুর এবং ছোট ব্যবসায়ীদের।
সূত্রের খবর, ২০১৯-২০ সালে দেশে কর্মসংস্থানের যে উজ্জ্বল ছবিটা প্রকাশ্যে এসেছিল এইবারে সেই ছবি অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কর্মসংস্থান এক ধাক্কায় কমেছে প্রায় ৫৭ লক্ষ। শুধুমাত্র অগাস্ট মাসে গোটা দেশে কাজ খুইয়েছেন ৮৮ লক্ষ চাকুরিজীবি। কাজ হারিয়েছেন ২০ লক্ষ উদ্যোগপতি। কর্মসংস্থানে যে ভাটা দেখা দিয়েছে তার অধিকাংশই শহরে। সেদিক থেকে চাঙ্গা হচ্ছে গ্রামের অর্থনীতি। সেই ছবিটা আরও স্পষ্ট হয়েছে যখন দেখা যাচ্ছে ছোট ছোট ব্যবসা, কৃষিকাজ বা দিনমজুরের কাজে যুক্ত হয়েছেন প্রায় ৪৭ লক্ষ কর্মী।
কৃষিক্ষেত্র প্রথম থেকেই দেশের অর্থনীতিকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়ে এসেছে। একদিকে যখন অতিমারি, আনলক পর্বে কার্যত ভেঙে গিয়েছিল অর্থনীতির মেরুদণ্ড, তখনও কৃষিকাজই দেখিয়েছে দিশা। এবারেও তার ব্যতিক্রম হল না।
ব্যুরো রিপোর্ট