Story
অভিনব পরিকল্পনা খাদ্য দপ্তরের। রেশন তুললেই গ্রাহক পেয়ে যাবেন এসএমএস।
কতটা রেশন গ্রাহক তুললেন এবং গ্রাহকের রেশন কার্ডে কী স্কেল ছিল সবই জানতে পারবেন গ্রাহক।
এই অভিনব পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানিয়েছেন, এই পরিকল্পনা নেওয়া হবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক হয়ে গেলেই।
রেশন তুলতে গেলে প্রয়োজন বায়োমেট্রিক। নাহলে মিলবেনা রেশন। একইসঙ্গে রেশন তুললে গ্রাহক জানতে পারবেন কত ছিল বরাদ্দ, আর কতটা তোলা হল। জানালেন খাদ্যমন্ত্রী।
খাদ্য দপ্তরের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে,
রেশন নিয়ে কমবে দুর্নীতি। কমে যাবে গ্রাহকদের অভিযোগ। বাড়বে স্বচ্ছতা।
আর যে কারণেই এমন পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে খাদ্য দপ্তর।
বিক্রম লাহা, উত্তর ২৪ পরগনা