Trending
ভারতের স্মার্টফোনের বাজারে রিয়েলমি’র জনপ্রিয়তা সবসময়েই থাকে ওপরের দিকে। নিত্য নতুন ফিচারস দিয়ে রিয়েলমি আকর্ষণ করে গ্রাহকদের। তাই স্মার্টফোনের প্রতিযোগিতায় রিয়ালমি রীতিমত টেক্কা দেয় অন্যান্য স্মার্টফোনকেও। এবারেও সেই টেক্কা দেওয়ার পালা। জানা গিয়েছে, দীপাবলির আগেই আসতে চলেছে রিয়েলমি জিটি ৫জি। যা কয়েকমাস আগেই লঞ্চ হয়েছে চিনে। আর লঞ্চ হবার পরেই নাকি জনপ্রিয়তা পৌঁছেছে তুঙ্গে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কী কী ফিচার থাকতে পারে এই ফোনেঃ
রিয়েলমি জিটি ৫জিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম
থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
কোয়ালকম ফ্ল্যাগশীপ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট থাকতে পারে এই ফোনে
এই ফোনে এলপিডিডিআর৫ র্যাম থাকবে ১২জিবি পর্যন্ত এবং ইন্টারনাল স্টোরেজ থাকবে ২৫৬জিবি পর্যন্ত
থাকতে পারে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। সঙ্গে দেওয়া হতে পারে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার।
এই ফোনে রিয়ার ক্যামেরা থাকতে পারে তিনটে। একটি ৬৪ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৬৮২। একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।
থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা।
এছাড়াও রিয়েলমি জিটি ৫জিতে থাকতে পারে ডলবি ডুয়াল স্পিকার
একটানা ব্যবহারে যাতে ফোন গরম না হয়ে যায় তার জন্য দেওয়া হবে স্টেনলেস স্টিলের কুলিং সিস্টেম
৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে পারে রিয়ালমি জিটি ৫জি ফোনে।
কবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে রিয়ালমি জিটি ৫জি, সেই নিয়ে কোন নির্দিষ্ট তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফিচার সমেত রিয়ালমি জিটি ৫জি।
ব্যুরো রিপোর্ট