Trending
আজ প্রথমবার মোবাইলপ্রেমীদের জন্য রিয়াল মি বিক্রির জন্য নিয়ে এল তাদের নতুন স্মার্টফোন রিয়াল মি এক্স সেভেন ম্যাক্স ৫জি। অনলাইন সংস্থা ফ্লিপকার্ট এবং রিয়াল মি ডট কম থেকে দুপুর ১২টায় শুরু হল সেল। জানা গিয়েছে, যারা মাঝারি রেঞ্জে ৫জি স্মার্টফোনের জন্য হন্যে হচ্ছিলেন তাদের কথা মাথায় রেখেই রিয়াল মি নিয়ে এল এই ফোনটি। আসুন জেনে নেওয়া যাক, কী কী ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে
রিয়াল মির এই নতুন ফোনটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ৪,৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। উল্লেখ্য, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়ালমি ইউআই ২.০ কাস্টম ওএসেও চলবে। এই ফোনে আছে ১২০ হার্জ রিফ্রেস রেটের ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ফটোগ্রাফির দিক থেকেও আকর্ষণীয় এই মোবাইলের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। একটি ৬৪ মেগাপিক্সেল, আরেকটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং অন্যটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দেওয়া হচ্ছে ৫০ ওয়াটের ফাস্ট চার্জার।
আজ সাধারণের কাছে প্রথমবারের জন্য এই মোবাইল আত্মপ্রকাশ করায় সংস্থার পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ ছাড়। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড থাকলে ছাড় পাওয়া যাবে ২০০০ টাকা। এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা পাবেন ৫ শতাংশ ছাড়।
ব্যুরো রিপোর্ট