Market
বি পি এন ডেস্কঃ অতিমারি ব্যপক ক্ষতি করে আবাসন শিল্পে। পকেটে টান পড়ায় রেডি হয়ে পড়ে রয়েছে হাজার হাজার ফ্ল্যাট। গতি হারিয়ে থমকে যায় বহু প্রকল্প। আনলক পর্বে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করলেও আবাসন শিল্পে ছিল মন্দার ছায়া। যদিও পরিস্থিতিতে আশার আলো দেখছে উপদেষ্টা সংস্থা অ্যানারক। সংস্থার শীর্ষ মহলের দাবি, ২০২০ সালের জানুয়ারি-মার্চে কলকাতা সহ সাতটি বড় শহরে আবাসন বিক্রি হয়েছিল ৪৫,২০০ টি। এইবার বিক্রির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৮,২৯০টিতে।
সংস্থা আরও দাবি করেছে, গত বছরের তুলনায় বড় শহরগুলোতে বিক্রি বাড়বে ৭%। বিক্রি বৃদ্ধির হারে এগিয়ে থাকতে পারে হায়দ্রাবাদ, প্রায় ৬৪%। মুম্বই শহরের মেট্রোপলিটন এলাকা এবং পুণেতে বিক্রি বাড়বে ৫৩%। কলকাতায় বিক্রির অঙ্কটা এতো ভালো না হলেও আশা করা হচ্ছে এখানেও বিক্রি বাড়তে পারে ১০%।
আবাসন শিল্পে চাকা ঘোরার অন্যতম কারণ কেন্দ্রের হস্তক্ষেপ। ক্রেতাদের মধ্যে চাহিদা বৃদ্ধির জন্য মহারাষ্ট্রের মত কিছু রাজ্যে সরকার স্ট্যাম্প ডিউটি কমিয়েছে। এছাড়া ব্যাঙ্কগুলিও কমিয়েছে সুদ। যার ফলে নতুন ফ্ল্যাট-বাড়ির দিকে মুখ ফেরাচ্ছেন ক্রেতারা।
কলকাতাতেও সেই চেনা ছবি। তবে এখানে দামি আবাসনের বিক্রি তেমন একটা ভালো না হলেও, মাঝারি বা কম দামের ফ্ল্যাট বাড়ি বিক্রি মোটের ওপর ঠিকঠাক হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, আবাসন শিল্পে ক্রমশ কাটতে চলেছে খরা।