Market

আশার আলো দেখল আবাসন শিল্প। কলকাতা সহ দেশের সাতটি শহরে আবাসন বিক্রি একধাক্কায় বাড়ল দ্বিগুণ। এমনই তথ্য দিল অ্যানারক। জানাল, চলতি বছরে জুলাই সেপ্টেম্বর মাসে আবাসন বিক্রি যথেষ্ট গতি পেয়েছে। কলকাতায় এই কয়েকমাসে আবাসন বিক্রি হয়েছে ৩,২২০টি। সেদিক থেকে দেখতে গেলে, গত বছরে আবাসন বিক্রি হয়েছিল মাত্র ১৬৬০টি।
অ্যানারকের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ দিল্লি, মুম্বই, পুনে, হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুতে আবাসন বিক্রির এই জোয়ার নিঃসন্দেহে ইঙ্গিত দিচ্ছে আর্থিক উন্নতির। কম সুদে গৃহঋণ এবং আইটি ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের জেরে আবাসনের চাহিদা আবারও বৃদ্ধি পাচ্ছে ভালোরকম।
সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র চাঙ্গা হতে শুরু করায় তা আবাসন শিল্পে অনুঘটকের কাজ করেছে। ফলে আবাসনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই আবাসনের দাম কিছুটা বাড়লেও চাকরির নিশ্চয়তা আবারো ফিরে আসায় আবাসন কিনতে সাহস দেখাচ্ছেন অনেকেই। দেশের সাতটি বড় শহরে তাই নতুন আবাসনের সংখ্যাও যেমন বেড়েছে ৯৮% তেমনি আবাসন বিক্রিও বেড়েছে ৯৯%। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আবাসন শিল্পের ঘুরে দাঁড়ানোকেই।
ব্যুরো রিপোর্ট