Daily

এবার মূল্যবৃদ্ধির কোপে রিয়েল এস্টেট। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির সাথে সাথে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ বৃদ্ধি, আর এসমস্ত কিছুর কারণে আনুসঙ্গিক মূল্যবৃদ্ধি – সমস্ত কিছুর মিলিত প্রভাব গিয়ে পড়েছে রিয়েল এস্টেটের ব্যবসায়। যে কারণে নাজেহাল দশা হয়েছে এই ব্যবসার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান, ক্রেডাই পশ্চিমবঙ্গের সভাপতি, সুশীল মোহতা।
করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা। কিন্তু তা সত্ত্বেও লাভের পরিমাণ কম রেখেই বিভিন্ন প্রকল্প আনছিল তারা। এমনকি কমখরচে যাতে গ্রাহকদের হাতে ফ্ল্যাটগুলি তুলে দেওয়া যায় সেই চেষ্টাও তারা করছে বলে জানিয়েছে। কিন্তু কাঁচামালের দাম বাড়ায় পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে মজুরি বেড়েছে শ্রমিকদের। তাই আবাসন শিল্পের চাকা আদৌ ঘুরবে কি না সে বিষয়ে আশ্বাস দিতে পারছে না, শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা।
তবে আশার আলো রয়েছে। করোনা পূর্ববর্তী বা পরবর্তী যায় পরিস্থিতি হোক না কেনো, ফ্ল্যাটের চাহিদা, ছিল, আছেও। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এই ব্যবসার চাকা যে ফের মুলখাতে ঘুরবে, তেমন আশা প্রকাশ করেছে ক্রেডাই। যদিও এবিষয়ে সরকারি সাহায্যের হাত চেয়েছে তারা।
ব্যুরো রিপোর্ট