Market

অতিমারির কোপ পড়ায় আবাসন শিল্পে নামে ভাটা। তৈরি হয়ে পড়ে থেকেছে বহু ফ্ল্যাট, আবাসন। ক্রেতার পকেটে টান পড়ায় সেই সকল ফ্ল্যাট, আবাসনগুলো কার্যত ধুঁকতে থাকে। আর ঠিক এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের স্ট্যাম্প ডিউটিতে ছাড় ঘোষণা আবাসন শিল্পের চাকা আরো অনেকটাই জোরে ঘুরতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বলা হচ্ছে, আবাসন ক্ষেত্রে ৩০ অক্টোবরের মধ্যে যদি সম্পত্তির রেজিস্ট্রেশন করা হয় তাহলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাওয়া যাবে ২%। এমনকি কলকাতা এবং হাওড়া পুরসভা সহ অন্যান্য পুরসভাতেও ১ কোটি টাকা বা তার বেশি দামের ফ্ল্যাটের ক্ষেত্রেও পাওয়া যাবে এই ছাড়। এছাড়া সরকারি দামও কমেছে প্রায় ১০%। যা কার্যত আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যবসায়ীদের মনে অনেকটাই আশার আলো জ্বালিয়েছে।
উত্তর এবং দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট বা আবাসন বিক্রি একধাক্কায় বেড়েছে ৩০% এবং ৩২%। এমনকি ১০০০ বর্গফুট বা তার বেশি আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে নথিভুক্তি সর্বোচ্চ বেড়ে দাঁড়িয়েছে ৪০৩%। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ টালমাটাল অবস্থা তৈরি হয় আবাসন ক্ষেত্রে। ক্রেতার অভাবে নেমে আসে দুর্যোগ। বিশেষজ্ঞমহল মনে করছেন, সঠিক সময়ে রাজ্য সরকার এই পদক্ষেপ নেওয়ায় আবারো নতুন ফ্ল্যাট বা আবাসনের ক্ষেত্রে গ্রাহকরা উৎসাহ দেখাবেন।
ব্যুরো রিপোর্ট